২৫কোটি টাকা সহ ২০০টাকার নতুন নোট ইদে বাজারছ ছাড়বে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘ঈদের আগে আমরা
প্রাথমিকভাবে ২২ হাজার কোটি টাকা ছাড়া হবে। মূলত ২৫,০০০ কোটি টাকা বাজারে ছাড়ার লক্ষ্য নির্ধারণ করেছি।’
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বলেছেন, করোনাভাইরাস রোধ করতে বাজারে নতুন টাকা ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে পুরনো নোটগুলো তুলে নিয়ে নতুন নোট প্রতিস্থাপন করা যায়।
কিন্তু সিরাজুল মহাসচিব বলেন, ‘এ জাতীয় কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
বাংলাদেশ ব্যাংকের আরেক শীর্ষ কর্মকর্তা বলেন, পুরনো নোটের জায়গায় নতুন নোট প্রতিস্থাপন করা কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত কাজের অংশ।
ব্যাংক সূত্র জানায়, সাধারণত প্রতি বছর কেন্দ্রীয় ব্যাংক বাজারে বিভিন্ন কারণে টাকার তারল্য চাহিদার চাপ কমাতে বাজারে নতুন ব্যাংক নোট প্রকাশ করে। এ নোটগুলো সবসময়ই পুরনো নোটগুলোকে প্রতিস্থাপন করার মাধ্যমে ছাড়া হয়।
ঈদের আগে বাজারে অতিরিক্ত মুদ্রার চাহিদা কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের বাজার ব্যবস্থাপনার অংশ হিসেবে নতুন নোট প্রকাশ করছে।
তাছাড়া এবছর বের হচ্ছে দুইশত টাকা নতুন নোট ,যেখানে বঙ্গবন্ধুর ছবি থাকছে