সারাদেশে কারাবন্দিদের সঙ্গে দেখা নিষিদ্ধ
গত মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারে
বন্দীসহ ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে ২২। এই পরিস্থিতিতে দুই সপ্তাহ আগে বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ
গত মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হন। তাঁর পাহারায় থাকা ১১ কারারক্ষীর করোনা শনাক্ত হয়। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১ জন বন্দী ও ৯ জন কারারক্ষী আক্রান্ত হন। তাঁরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর মেটার্নিটি ও ঢাকার অদূরের কেরানীগঞ্জের জিনজিরার ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দুই সপ্তাহ আগে দেশের ৬৮ কারাগারের বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট কারাগারের নির্ধারিত মুঠোফোন নম্বরে প্রত্যেক বন্দীকে স্বজনদের সঙ্গে পাঁচ মিনিট কথা বলতে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব কারাগারে দর্শনার্থী সাক্ষাৎ বন্ধ রাখা হবে