সাকিবের পর নিলামে লিটনের ব্যাট
২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল ম্যাচটার কথা মনে আছে? ভারতের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন লিটন দাস। এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে যে ব্যাট দিয়ে ১২১ রান করেছিলেন সেই ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের ডানহাতি এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নিলাম থেকে প্রাপ্ত অর্থ দুস্থদের জন্য ব্যয় করা হবে।
ফেসবুক পেজ থেকে সে ব্যাট নিলামে তোলা হবে। তবে তারিখ এখনো তাকে জানানো হয়নি।
এ ছাড়া ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন মুশফিকুর রহিম। মোহাম্মদ আশরাফুলও ক্রিকেট স্মারক নিলামে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন। অভিষেক টেস্টে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি এবং ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অভিজ্ঞ এ ক্রিকেটার। নিলামে এ বিশেষ দুটি ব্যাট বিক্রি করতে চান আশরাফুল।
করোনা ভাইরাসের কারণে দিনমজুররা বিপাকে। তাদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। ইতোমধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা একটা তহবিল গঠন করেছেন। সেখানেও আর্থিক সহায়তা (বেতনের ৫০ ভাগ) দিয়েছেন লিটন। এ ছাড়া ঢাকা ও দিনাজপুরে দুস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছেন।