মিথিলার নষ্টে মূল কে ?
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চ শিক্ষিত মিথিলা ব্রাক ইউনির্ভাসিটিতে গবেষক হিসেবে কাজ শুরু করেন। আমেরিকা মিনিয়াপোলিস পাবলিক স্কুল ডিসট্রিক্টে কাজ করা মিথিলা এক সময় স্কলাস্টিকায় হাই স্কুল ও নর্দান বিশ্ববিদ্যালয়ে লেকচারার ছিলেন।
পেশা হিসেবে উন্নয়নকর্মী মিথিলা ২০০৬ সালে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়েতে আবদ্ধ হন। স্বামীর সঙ্গে মিলিতভাবে বেশ কয়েকটি গানের অ্যালবাম করা মিথিলা নাট্যনির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি ও অভিনেতা জনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন উঠে।
২০১৭ সালের জুলাইয়ে তাহসানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পরেই তার জীবনে যুক্ত হন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জী। সৃজিতকে বিয়ের পর তাহসানকে ভুলে গেছেন মিথিলা। মেয়ে আইরা ছাড়া তাহসানকে নিয়ে কোনো মন্তব্য নেই তার। তবে এবার সব নষ্টের মূলের নাম ইনস্টাগ্রামে ফাঁস করলেন কণ্ঠশিল্পী, গীতিকার, মডেল, সুরকার খ্যাত এই অভিনেত্রী।