ভেনেজুয়েলার রাষ্ট্রীয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে ট্রাম্পের নিদর্শনাই যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটণা ঘটলো
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার ওই ভিডিও সম্প্রচার করা হয়।
ভিডিওটিতে ডানম্যান স্বীকারোক্তি দেন যে, যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশে তিনি কারাকাস বিমানবন্দর নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ছিলেন। সেখান থেকে দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়া ছিল তার উদ্দেশ্য। এ ঘটনায় মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপহরণের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেন।
ডানম্যান বলেন, কারাকাসে ফিরে আসার আগে তাকে কলম্বিয়ায় ভেনেজুয়েলার বাসিন্দাদের প্রশিক্ষণ দিতে ভাড়া করা হয়। নিজেকে স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি বলেন, ‘আমি ভেনেজুয়েলানদের তাদের দেশের নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করছিলাম।’
ডানম্যান ও আরেক মার্কিন নাগরিক আরান বেরিসহ ১৩ জনকে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ সোমবার আটক করে। তাদের ‘সন্ত্রাসী’ উল্লেখ করে মাদুরো জানান, তাকে উৎখাত করার ওয়াশিংটনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
এই ঘটনার নির্দেশদাতা হিসেবে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ডানম্যানের ভিডিও প্রচারের পর টেলিভিশনে এ মন্তব্য করেন মাদুরো।
তবে এ ঘটনায় মার্কিন সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া আটক হওয়া মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনা নিশ্চিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।