প্রতিদিন করোনা পরীক্ষা করতে হয় টাম্পের ” বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা। আর সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শত চেষ্টা করেও আমেরিকায় বন্ধ করা যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু।
এই প্রাণঘাতী করোনা ভাইরাস পাল্টে দিয়েছে আমেরিকার চিত্র। যা বিশ্বে রেকর্ড। সারাবিশ্বে এ মুহূর্তে ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আমেরিকাতেই সবচেয়ে বেশি। গত এক শতাব্দীতে আমেরিকার এমন নাজুক পরিস্থিতি হয়নি। আমেরিকার প্রতিটি স্টেটেই করো নাভাইরাস থাবা বসিয়েছে। মানুষ ঘরবন্দি। ব্যবসা-বাণিজ্য বন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের মত উন্নত দেশে এত বেশি মানুষ করোনায় আক্রান্ত হবে, মারা যাবে এটা অনেকেই বিশ্বাস করতে পারছে না। এই লাগাতার মৃত্যু ভয় ধরিয়ে দিয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। তাই তিনি রোজ করোনা টেস্ট করাচ্ছেন। আর এই করোনা টেস্ট করানোর জন্য ও প্রতিনিয়ত খবর নিতে হোয়াইট হাউসের পাশাপাশি যোগাযোগ রেখে চলেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও।