পুকুরের পানি চুরি করতে গিয়ে ধরা পরলো ভারতীয় বিএসএফ এর এক সদস্য।
এমনি হাজারো ভুয়া নিউজ আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাই।আমরা হয়তো এইসব নিউজ হাস্যকর হিসেবে গ্রহণ করি।কিন্তু তেমনি করোনা নিয়ে হাজারো ভুয়া নিউজ দিচ্ছে বিভিন্ন ওয়েবসাইট তাদের নিজেদের স্বার্থ লাভে। তাই এইসব বিশ্বাস না করে আমরা বাড়িতে থাকবো এবং আমাদের নিজেদের প্রয়োজন যাতে বের হতে না হয় ঐ সকল ব্যবস্থা আগে থেকেই করে রাখবো। সমাজে বেঁচে থাকতে হলে আমাদের একজন অন্যজনের পরিপূরক,তাই চেষ্টা করবো নিজের স্বার্থ অনুযায়ী আশেপাশের মানুষদের সাহায্য করার।রমজান মাসে আপনার অল্প সাহায্য অন্য সব মাসের থেকে বেশী উওম মুরুব্বীরা বলেন।