নববধূ তিনদিনের মাথায় হাসপাতালে ভর্তি করেছে স্বামী।
বিয়ের মাত্র তিন দিনের মাথায় স্বামী যৌতুক টাকায় জন্য মারধর করেছে। স্বামীর পরিবারের কাছেও নির্যাতনের শিকার হয়েছে নববধূ। নববধূ কলেজছাত্রীকে (১৮) অবস্থা আশংকাজনক হলছ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগরে।
এ ঘটনায় নববধূর মঙ্গলবার রাতে স্বামীসহ কয়েকজনকে আসামি করে রাণীনগর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন নববধূ নিজে বাধী হয়ে।
এটা ভালো ছিল শিরোনাম টা 🤣