নগ্ন হয়ে আন্দোলন
জামা কাপড় খুলে নগ্ন হয়ে পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্টের (পিপিই) দাবিতে আন্দোলন করছেন জার্মানির একদল চিকিৎসক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের নগ্ন ছবি পোস্ট করে তারা এই আন্দোলনে শামিল হচ্ছেন। এই ক্যাম্পেইনের নাম রাখা হয়েছে ব্ল্যাঙ্ক/ ন্যাকেড।
জার্মানির বার্লিনের চিকিৎসকরা বলছেন, তারা মাস্ক, গ্লোভসসহ পিপিই’র মারাত্মক সংকটে রয়েছেন। এটা তাদের জীবনকে হুমকির মুখে ফেলেছে।
চিকিৎসকদের কেউ কেউ হাতে সেলাই করা মাস্ক পড়তে বাধ্য হচ্ছেন। তাদের প্রশ্ন, রোগীদের সেবা দেওয়া শেষে তাদের মাস্ক সেলাই শিখতে হবে কেন?
প্রসঙ্গত যে, বিশ্বের যে দেশগুলো সফলভাবে করোনা মোকাবেলা করছে জার্মানি তার মধ্যে অন্যতম। ১ লাখ ৫৯ হাজার আক্রান্তের বিপরীতে সেখানে মারা গেছে মাত্র ৬ হাজার মানুষ। মৃত্যুর এই হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। চিকিৎসকরা বলছেন, এই সফলতার মানে এটা না যে, তারা খুব সহজভাবে কাজ করতে পারছেন। বরং এর জন্য নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলতে হচ্ছে তাদের।