করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আসছে পৃথিবীর বুকে বিশাল আকারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলে সৃষ্ট এই ঘূর্ণিঝড় ১০ মে নাগাদ আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আম্ফান।
ভারত মহাসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের সংযোগস্থলে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। আগামী ২৪-৩৬ ঘন্টার মধ্যে যা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে।সেই সাথে আকাশে মেঘ থাকতে পারে।
প্রাথমিক ভাবে নিম্নচাপের অভিমুখ উত্তর পশ্চিম দিকে হলেও, তা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর থেকে মায়ানমার ও বাংলাদেশের দিকে অগ্রসর হবে বলেই মনে করা হচ্ছে। যা মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যে পরিবেশ কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতি লাগে, তার পুরোটাই বজায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে।
এর প্রভাবে নিকোবর দ্বীপপুঞ্জের কোনও কোনও ১০ মে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জানানো হয়েছে আবহাওয়া দফতর থেকে।