এক কিলো আটা দিল গরিবদের ,আমির খান
করোনা পরিস্থিতিতে বলিউডের আমির খান করলেন আজব দান। আমির খান এক গাড়ি ভর্তি আটার বস্তা পাশের বস্তিতে পাঠালেন । এবং ঘোষনা করলেন যে প্রতি ব্যাক্তিকে এক কিলো করে আটা দিবে প্রতি ব্যাক্তিকে ।
তাই যাদের ঘরে মোটামুটি খাবার ছিল তারা কেউই এই সামান্য পরিমাণ সাহায্য পাবে বলে গেল না।
আর যাদের ঘরে কোন খাবার ছিল না তারাই সাহায্য আনতে গেলেন। তাদেরকে কথা অনুয়ায়ী ক্ষুদ্র পরিমাণ আটাই দেওয়া হল , আর সকালে আটার প্যাকেট খুলতেই বের হয়ে আসলো নগদ ৫ হাজার টাকা
আসলে বুদ্বিমতার পরিচয় দিল আমির খান। আসলে দান করলে এভাবেই করা উচিত